৩ নং দেওরগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কবরস্থান সংলগ্ন ১৩০ ফুট রাস্তা ইট সলিং করে দিলেন তরুণ সমাজকর্মী মোহাম্মদ রোমন ফরাজী।
দেওরগাছ ইউনিয়নের এই রাস্তাটি অতিবৃষ্টির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যার ফলে গ্রামবাসী স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়কটির বেহাল অবস্থার দেখে মানবতার ফেরিওয়ালা দেওরগাছ গ্রামের বাসিন্দা রোমন ফরাজী দৃষ্টিগোচর হয়। পরে গ্রামবাসীর সঙ্গে রাস্তাটি সংস্কারের ইচ্ছা প্রকাশ করেন। সকাল হতেই মানবতার তাগিদে নিজ অর্থায়নে গ্রামবাসীর চলাচলের ১৩০ ফুট ইট সলিং কাজ শুরু করেন রোমন ফরাজী । একই গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন সহ গ্রামবাসী জানান, আমরা দীর্ঘদিন হতে কাদার মধ্যদিয়ে যাতায়াত করছি।
মানবতার ফেরিওয়ালা ও সাবেক ছাত্র নেতা তরুণ সমাজকর্মী মোহাম্মদ রোমন ফরাজী আজ আমাদের রাস্তাটি ইট সলিং করে দিলেন। তার সহযোগিতায় গ্রামের ২৫/৩০ জন যুবক স্বেচ্ছায় সহযোগিতা করে,ওদের সাথে ছিলেন রোমন ফরাজী ছোট ভাই আয়ারল্যান্ড প্রবাসী সুমন ফরাজী ।
তারা বলেন, এই ১৩০ ফুট জায়গার জন্য আমাদের রাস্তাটি অসম্পূর্ণ ছিল , ‘রোমন ভাই এগিয়ে আসায় আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে উন্নয়ন কাজে সহযোগিতা করছি। এযুগে এমন মহানুভব রোমন ফরাজী পাওয়া বড় কঠিন। আমরা এই মহান ব্যক্তির সুস্বাস্থ্য কামনা করি।’
রোমন ফরাজী বলেন, গ্রামে সকল মানুষ আমি সহ সবাই যার যার বাবা মায়ের কবরস্থানে মোনাজাত করার জন্য আসতে হয়, তাই মানুষের চলাচলের এমন কষ্ট দেখে আমার মনে হলো তাদের জন্য একটা কিছু করি। আমার কারণে যদি গ্রামবাসী চলাচলে উপকৃত হয়- এটাই আমার পাওয়া এবং আনন্দের।’
রোমন ফরাজী হলেন বীর মুক্তিযুদ্ধা ও ভাষা সৈনিক আলহাজ্ব আজিজুর রহমান ছুরক আলী চেয়ারম্যান সাহেব এর সুযোগ্য পুত্র।