হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে ১৯ কেজি গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৯। আটককৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ রবিবার ৫ সেপ্টেম্বর ৫টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিঃ এএসপি এ কে এম কামরুজ্জামান এর নেতৃতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্দনা কলেজ রোডে অভিযান চালিয়ে গাজাসহ ৩জনকে আটক করে।
র্যাব মিডিয়া সেল সূত্রে জানা যায়, চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ড রফিক ম্যানসন এর পূর্ব পার্শে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাজা, ৩টি মোবাইল সেট, ৩টি সীমকার্ডসহ আসামী মাখাল কান্দির বসুন দাসের ছেলে উমস দাস, বানিয়াচং উপজেলার পুকরা দৌলতপুরের মৃত কালা মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৪০) এবং মত কালাই মিয়ার ছেলে মোঃ এলাছ মিয়া (৩৮) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামীদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।