জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে মুক্তিযোদ্ধার উপর হামলা যুবক আটক

হবিগঞ্জের মাধবপুরে মেয়ে কে উত্যোক্ত করার প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা পিতাকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। এ ঘটনায় পুলিশ হাসান আল মামুন (২০) নামে এক যুবক কে আটক করেছে। সে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাওসার মিয়ার ছেলে। সোমবার দুপুরে মনতলা ষ্টেশন বাজারের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ( ইন্সপেক্টর) আব্দুল কাইয়ুম জানান, উপজেলার শ্রীধরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আউয়াল মিয়ার মেয়ে কে মনতলা কলেজ রোড এলাকায় কয়েকজন যুবক উত্যাক্ত করে। এ সময় মুক্তিযোদ্ধা প্রতিবাদ করলে উনার উপর হামলা চালানো হয়। এ ঘটনায় শ্রীধরপুর গ্রামের হাসান আল মামুনকে আটক করা হয়েছে।