ভুমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভুমি অফিস ভবন, অনলাইন ভুমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ডাটা ব্যাংক-এর উদ্ধোধন করা হয়। বুধবার ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা ভবন এবং ডাটা ব্যাংক-এর উদ্ধোধন করেন।
এসময় তিনি বলেন, সারা দেশে ১২৯ টি ভুমি অফিস নতুন করে নির্মাণ করা হয়েছে , তাছাড়া ১৮০ কোটি টাকা ব্যায়ে দৃষ্টি নন্দন ও প্রতিবন্ধী বান্ধব ভুমি কমপ্লেক্সে নির্মাণ করা হয়েছে। এতে করে সারাধণ মানুষের ভোগান্তি যেমন কমবে, তেমনি করে ভুমি সংক্রান্ত যেকোন তথ্য সহজে পাবে দেশের মানুষ।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরীসহ সরকারী বেসরকরী বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।