ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের জগদিশপুর গোল চত্তর এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল৷
আজ শনিবার দুপরে ডিবির এস আই ধ্রুবেশ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ জগদীশপুর ইউনিয়নের অন্তর্গত সিলেট ঢাকা মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে মোঃ শফিক মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে৷
আটকৃত মাদক ব্যবসায়ী শফিক মাধবপুর উপজেলার পূর্ব ইটাখোলা গ্রামের আলী আকবর এর পুত্র৷
আটকের সময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷
উদ্ধারকৃত গাঁজার মূল্য ১,৬০,০০০/- টাকা স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়৷। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।