জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

৩ দিনে সাড়ে আট হাজার চালের কার্ড বিতরণ করলেন এমপি আবু জাহির

হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ও রাজিউড়া ইউনিয়নে আরও ২ হাজার মানুষের মাঝে সরকারি দশ টাকা কেজি চালের কার্ড বিতরণ করেছেন সংসদ সদস্য অ্যাডোভোকেট মোঃ আবু জাহির।

এনিয়ে গত তিনদিনে উপজেলার ৮টি ইউনিয়নে সাড়ে ৮ হাজার মানুষের মাঝে কার্ড বিতরণ করলেন তিনি।

সোমবার সকালে লোকড়া ইউনিয়নে ১ হাজার ৪৫ জন ও রাজিউড়া আরও ৯৬৬ জনের মাঝে কার্ড বিতরণ করা হয়।

পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আবু জাহির।

সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস ও রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফজলসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় মুরুব্বীয়ান এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গত দুইদিনে হবিগঞ্জ সদর উপজেলার রিচি, তেঘরিয়া, পইল, গোপায়া, নিজামপুর ও লস্করপুর ইউনিয়নে সাড়ে ৬ হাজার মানুষের মাঝে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণ করেন এমপি আবু জাহির।

এখন থেকে বছরের পাঁচ মাস দশ টাকা কেজি দরে চাল পাবেন তাঁরা। প্রতি মাসে একেকজনকে দেয়া হবে ত্রিশ কেজি করে চাল।