হবিগঞ্জে জরায়ূ-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে জেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ শাহাদত হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-পরিচালক মোঃ সাইফুর রহমান, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডাঃ মোঃ আমিনুল সাহিন।
এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশব্বিদ্যালয়ের প্রফেসর ডাঃ মোঃ শামসুল হক, ডাঃ সাইদা মাহবুবাসহ স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ এবং সিনিয়র স্টাফনার্স।