আজ ১৯ শে সেপ্টেম্বর পথ শিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজের আর্থিক সহযোগিতায় সকাল ১০ টা বিকেল ৩ টা পর্যন্ত মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সকল স্বাস্থ্যবিধি মেনে জন সচেতনতা বৃদ্ধি ও রক্তদানে উদ্বুদ্ধ করতে এবং রক্তের গ্রুপ অবগত করার লক্ষ্যে ফ্রী রক্তের গ্রুপ দিনের কর্মসূচি গ্রহণকরা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পথশিশুকল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ রিপন, সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ দাস অর্থ সম্পাদক, আশিস দাস, অদম্য স্কুল নির্বাহী পরিচালক খাদিজা তাবাসসুম জনি, দুই টাকার শিক্ষা উপকরণ প্রজেক্ট সমন্বয়ক ফারিয়া সিদ্দিকা নাসিমা, সহ-শিক্ষা প্রকল্প প্রজেক্ট সমন্বয়ক রাজিয়া আক্তার, আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক আলম মিয়া, হাসির খাবার প্রজেক্ট সমন্বয়ক দীপ রায়, অদম্যস্বেচ্ছাসেবী কাজী নজরুল ইসলাম, দীপ দেব, সাংবাদিক মোবাশ্বির হোসেন, শচীন, নয়ন দাস প্রমুখ।
উক্ত ক্যাম্পিং এ প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয় ।