জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জেলা মহিলা অধিদপ্তরের “জয়িতা” নির্বাচনে আবেদনপত্র আহ্বান

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচির আওতায় জয়িতা অনুসন্ধান ‘২০২১ সংক্রান্ত বিজ্ঞপ্তি হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক কার্যালয় প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল বাধা বিপত্তি অতিক্রম করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীর প্রতীকী নাম হচ্ছে জয়িতা। মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ হতে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর – ১০ডিসেম্বর )” এবং “বেগম রোকেয়া দিবস”-২০২১ উদযাপন উপলক্ষে ৫টি ক্যাটাগরীতে হবিগঞ্জ জেলাধীন সকল (৯টি) উপজেলার সকল ইউনিয়ন ও (৬টি) পৌরসভা হতে আগ্রহী ও যোগ্য নারীদের নিকট হতে “জয়িতা” নির্বাচনের জন্য ৫ (পাঁচ) টি ক্যাটগরীতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

  • ক্যাটাগরি সমূহ
    ১। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী।
    ২। শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী।
    ৩। সফল জননী নারী।
    ৪। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী।
    ৫। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী।
  • শর্তাবলীঃ
    ১। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে সদর উপজেলা/হবিগঞ্জ পৌরসভার ক্ষেত্রে উপপরিচালকের কার্যালয় হতে এবং অন্যান্য উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিযয়ক কর্মকর্তার কার্যালয় হতে সংগ্রহ করতে হবে।
    ২। আবেদনকারী অবশ্যই ইউনিয়নের অথবা পৌরসভার স্হায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণক হিসাবে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
    ৩। জীবনযুদ্ধ এবং পরবর্তীতে সফলতার বিষয়টি আলাদা কাগজে প্রমানকসহ সংযুক্ত করতে হবে।
    ৪। আবেদনকারীর ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

সদর উপজেলা/হবিগঞ্জ পৌরসভার ক্ষেত্রে আগ্রহী আবেদনকারীগণকে আগামী ২০.১০.২১ তারিখের মধ্যে নিম্মোক্ত ঠিকানায় আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

উপপরিচালকের কার্যালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর,
প্রেস ক্লাব (২য় তলা) হবিগঞ্জ।
ফোনঃ ০৮৩১- ৬৩১২০
ইমেইল ঠিকানাঃ dwahabiganj@gmail.com