আসন্ন শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে পুলিশ প্রশাসনের আয়োজনে আজমিরীগঞ্জে আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। রবিবার বিকাল ৪ ঘটিকায় আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপজেলার ৩৯ টি পুজা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং – আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবকে নিরাপদ ও পূজা দেখতে আসা দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে দূর্গাপূজা উৎসব উপভোগ করতে পারে সেই লক্ষে আজমিরীগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে প্রতিটি পূজা মন্ডপে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের নাম্বার সরবরাহ করা হবে। যাহাতে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংগঠিত হলে, তৎক্ষনাৎ প্রশাসনের সাথে যোগাযোগ করা যায়।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলামের সভাপতিত্বে আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবপাশা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ গোলাম কিবরিয়া হাসান, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র চন্দ সহ আজমিরীগঞ্জ উপজেলার ৩৯ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারন সম্পাদক বৃন্দ প্রমুখ।