সারাদেশের ন্যায় ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার লাখাই উপজেলার ৬ ইউনিয়নের ইউনিয়ন পরিষদে দিনব্যাপী কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রতিটি ইউনিয়নে সকাল ৯ টা থেকে একযোগে শুরু হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রতি ইউনিয়নে ১,৫০০ জন করে ৬ ইউনিয়নে মোট ৯,০০০ জন ২৫ থেকে তনুর্ধ্ব বয়সের নারী পুরুষ নিবন্ধন সাপেক্ষে এ টিকা দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল এর সাথে আলাপকালে জানান, আমরা প্রতি কেন্দ্রে ১,৫০০ ডোজ করে বরাদ্দ দিচ্ছি। এ কার্যক্রম একদিন চলবে।