জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে বাস নোহার মুখোমুখি সংঘর্ষ

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে হবিগঞ্জ বিরতিহীন বাসের সাথে প্রাইভেট নোহা গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোহার চালকসহ ২জন গুরুতর আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে উদ্ধার করেন।

মঙ্গলবার (২৮ শে সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাস ও প্রাইভেট নোহা মাইক্রোবাসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী মাইক্রোবাসা নোহার সাথে সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জ বিরতিহীন বাসটি জগতপুরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নোহার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ২জন আহত হয়।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি।

হবিগঞ্জ নিউজের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করা হলে জানা যায়, হবিগঞ্জ এবং শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে উদ্ধার করেন।