“জলাতঙ্ক আতন্ক নয়, সচেতনতা জয়।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২১ পালিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরবেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য অধিদফতরের জেনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এর আয়োজনে এ দিবস উপলক্ষে আলোচনা সভা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ আদনান আল আরেফিন এর সন্চালনায় অনুষএ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। আলোচনায় অংশ নেন মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে. ও. সি তদন্ত মহি উদ্দিন সুমন, লাখাই রিপোর্টারস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সরদার আব্দুর রহমান, সাংবাদিক এম. এ. ওয়াহেদ, জুনাঈদ চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক সত্য ভূষণ ভট্টাচার্য্য প্রমুখ।
সভায় বক্তাগন বলেন জলাতঙ্ক নিয়ে জনসাধারণের মধ্যে অনেক আতংক রয়েছে। তারা সচেতনতার অভাবে অপচিকিৎসার শিকার হয়। তাই জনসাধারণকে সচেতন করার লক্ষে প্রচারনা চালাতে হবে।
মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সচেতনতা সৃষ্টি করতে হবে। কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়ে থাকে। কিন্তু কুকুরে শতভাগ ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারলে জলাতঙ্ক থেকে রক্ষা পাওয়া যাবে।