হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনা ক্রমে চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন কারীকে ১ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমান বালু জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলা শানখলা ইউনিয়নের মির্জাপুর নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জালাল মিয়ার ছেলে মোঃ ছালেক মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
একই সাথে প্রায় ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদী রক্ষার জন্য আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।