ঢাকা সিলেট মহাসড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এসময় প্রায় অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। আজ শুক্রবার ১ অক্টোবর হাইওয়ে পুলিশের নেতৃত্বে উপজেলা শাহজীবাজার মাজার গেইট এলাকায় এসব দেকানপাট উচ্ছেদ অভিযান চলে।
উচ্ছেদ অভিযানের সময় মাধবপুর উপজেলার মাজার গেইট এলাকায় মহাসড়কের উপর অবৈধভাবে নির্মিত প্রায় অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সাথে যোগাযোগ করা হলে তিনি হবিগঞ্জ নিউজকে জানান, বিষয়টি সর্ম্পকে আমরা অবগত আছি, হাইওয়ে পুলিশ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে, কোথাও কোন ধরণের অসুবিধা হয় নাই।