গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চরগাঁও এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় ৮জন গাজাসেবীকে হাতে নাতে আটক করা হয়। এসময় তারা মজমা জমিয়ে গাজা সেবন করছিল।
বুধবার ৬ অক্টোবর রাত ৭ টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন তাদেরকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
সূত্রে জানা যায়, বুধবার রাত ৭ টার দিকে উপজেলার চরগাঁও এলাকায় একটি ঝুপড়ি ঘরের মধ্যে মমবাতি জালিয়ে আসর জমিয়ে গাজা সেবন করছিল বেশ কয়েকজন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ধারার মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারায় দোষী সাব্যস্ত করে ৮ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়।
অভিযানে নবীগঞ্জ থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন । নমুনা রেখে জব্দকৃত গাঁজা বিধি মোতাবেক ধ্বংস করা হয়।