হবিগঞ্জের চুনারুঘাটে পণ্যের মোড়ক ব্যবহার না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
আজ বৃহস্পতিবার ৭ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক উপজেলা সদরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় তিনি পণ্যের মোড়ক ব্যবহার না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা মোতাবেক ৬ হাজার টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।