দিলোয়ার হোসাইনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে সুফিয়া মতিন মহিলা কলেজের ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবন উদ্ভোধন করা হয়েছে। নবনির্মিত ভবনের উদ্বোধন করেন হবিগঞ্জ -২আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
(১০ অক্টোবর) রোজ রবিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে এ সময় এক সভার আয়োজন করা হয়।
কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ সুলতান আহমেদ ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মজিদ খান সুফিয়া মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন খানকে ধন্যবাদ জানান যার আত্নত্যাগে বানিয়াচংয়ের মেয়েরা নিঃসংকোচভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন।
তিনি বলেন, জনগনের সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিশেষভাবে নজর রাখছেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আরিফুল ইসলাম খান, সুফিয়া মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব রেজাউল মোহিত খান, উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, এশিয়ান টিভির বানিয়াচং উপজেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ার মিয়া, আজমল হোসেন খান, দৈনিক আমার হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রতিনিধি সাংবাদিক শেখ সজীব হাসান, আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান, সাংবাদিক রিতেশ কুমার বৈষ্ণব সহ দলীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যায়ে আইসিটি ভবনটি বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর।।