হবিগঞ্জের নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক জনকে আটক করেছে মোবাইল কোর্ট। এসময় তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আটক ব্যাক্তি মোঃ মিয়াদ মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের বাসিন্দা।
সূত্রে জানা যায়, ১১ অক্টোবর সকালে ৮ বছর বয়সী ৩য় শ্রেনীর এক স্কুল পড়ুয়া ছাত্রীকে কুর্শি ইউনিয়নের ঝিলকা গ্রামের গউস মিয়ার ছেলে মোঃ মিয়াদ মিয়া (২৫) স্কুলে যাতায়াতের সময় ইভটিজিং করত।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ঘটনাস্থলে পৌছে উপস্থিত সাক্ষী এবং অপরাধ স্বীকার করার ভিত্তিতে দণ্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ২০০৯ এর ৭(২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার এস আই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।