জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে দুর্গা পুজা অত্যন্ত সুষ্ঠভাবে সম্পন্ন হবে – এমপি আবু জাহির

হবিগঞ্জ জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জে দুর্গা পুজা অত্যান্ত সুষ্ঠভাবে সম্পন্ন হবে, এনিয়ে সংশয়ের কোন কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা সব সময় আপনাদের পাশে আছে। কিছু অসাধু চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের এই হীন উদ্দেশ্য কখনো সফল হবে না।

আজ বৃহস্পতিবার রাত ৮টায় শহরের কালিবাড়ীতে হবিগঞ্জ জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট ত্রিলক কান্তি বিজন, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শংঙ্খ শুভ্র রায় প্রমুখ।