বানিয়াচং উপজেলার সুনামপুর গ্রামের মোঃ রজব আলী (৬০) নামে এক ব্যাক্তি রত্না নদীতে পরে মৃত্য বরন করেন।
১৩ নং মন্দরী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাবিব উল্লাহ ইমরান ও এলাকাবাসী সূত্রে জানাযায়, “রবিবার সকাল ৭ টায় রজব আলী সুনামপুর গ্রামের উত্তর পূর্ব দিকে রত্না নদীর উত্তর পারে ডিঙ্গি নৌকা দিয়ে কলুম কাটতে গিয়েছিলেন।”
“সেখান থেকে ফেরার পথে হাই প্রেসার উঠলে তিনি মাথা ঘুরে নদীতে পরে যান। গ্রামের মানুষ খুজা খুঁজি করে না পায়নি।”
“পরে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস থেকে ডুবোরি এসে সকাল সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।”
বাদ আছর জানাজার মাধ্যমে তাকে দাফন করা হয়।
এব্যপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন হবিগঞ্জ নিউজকে জানান, “অসতর্কতার কারণে মোঃ রজব আলী নৌকা থেকে পরে নিহত হয়। ফায়ার সার্ভিসের ডুবোরি মাধ্যমে উদ্ধার করা হয়। কোন অভিযোগ নাথাকায় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দাফন করা হয়।”