হবিগঞ্জের লাখাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে’ উপজেলার নির্বাহী অফিসার এর কার্যালয়ে সনাতন ধর্মীয় সংগঠনের স্থানীয় প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ রুহুল আমিন, লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত।
চলমান পরিস্থিতির বিষয়ে” বক্তব্য রাখেন উপজেলা হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য, উপজেল পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, সম্পাদক সম্পাদ রায়, মলয় দেব, ঐক্য পরিষদের সভাপতি জ্যোতি রন্জনসিংহা স্বপন নেতৃবৃন্দ প্রমুখ।
লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য বজায় রাখতে, সকলের সহযোগিতা, সহমর্মিতা, ধৈর্য্য এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে লাখাই উপজেলার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য, সকলের প্রতি অনুরোধ জানান তিনি ।