শায়েস্তাগঞ্জে জহুরচান বিবি মহিলা কলেজের নব নির্মিত ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার ১০শ্রেনী পর্যন্ত ছেলে মেয়েদেরকে বিনামূল্যে বই প্রদান করছে। তাছাড়া নারী শিক্ষার উন্নয়নের জন্য ব্যাপক কর্মসুচী গ্রহণ করেছে। আজকে নারীরা সামাজিক এবং দেশের উন্নয়নে সকল ক্ষেত্রে ভুমিকা রাখছে।
তিনি আজ জহুরচান বিবি মহিলা কলেজের ১কোটি টাকা ব্যায়ে ৪তলা বিশিষ্ট নব নির্মিত ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এম.এফ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া।
কলেজের প্রতিষ্ঠাতা ও গভার্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিরের সভাপতিত্বে প্রভাষক মোঃ শাহীন মিয়ার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। অনুভুতি ব্যক্ত করেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান (আনিকা) ও প্রভাষক মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি কলেজ প্রতিষ্ঠাতার অর্থায়নে নব নির্মিত আশরাফ উল্লাহ একাডেমিক ভবন উদ্বোধন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চারতলা ভিত ও একতলা বিশিষ্ঠ নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ব্যক্তিবর্গ সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।