জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বানিয়াচংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি উপজেলার সৈদ্যারটুলা এলাকার বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৫১ পিছ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় এসআই সঞ্জয় সিকদার এবং এসআই সন্তোষ চক্রবর্তী নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। আটককৃত ব্যক্তি বানিয়াচং উপজেলার সৈদ্যারটুলা গ্রামের মৃত হোসেন আহমদের ছেলে ইসরাইল আহমদ (৪০)। এসময় পুলিশ তার কাছ থেকে ৫১ পিছ ইয়াবা উদ্ধার করেছে।

পরে আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।