বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল হবিগঞ্জ জেলা শাখা’র কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার ১৪ নভেম্বর জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি.কে গউছ।
সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদ মহিলা দলের সিলেট বিভাগীয় টিম লিডার শাম্মী আক্তার শিপার সভাপতিত্বে সভার উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় সভাপতি মীর্জা আফরোজা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।
এসময় বক্তাগণ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সংগ্রাম করে গেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রর্বতন করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছেন। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী দলের সকল অংগসংগটনকে সুশৃঙ্খল এবং সুসংগঠিত থাকতে হবে।