জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সুষ্ট নিবার্চনের লক্ষ্যে আইনশৃংখলা বাহিনী কঠোর থাকবে; জেলা প্রশাসক

নির্বাচনী আচরণ বিধি সর্ম্পকে অবহিতকরণ এবং ইউনিয়ন পরিষদ নিবার্চন অবাধ সুষ্ট ও শান্তিপূণভাবে আয়োজনের লক্ষ্যে সদর উপজেলার সকল প্রার্থী এবং আইনশৃংখলা বাহিনীর সমন্বয়ে এক সভা আয়োজন করা হয়।

received 590620578689557

রবিবার জেলা শিল্পকলা একাডেমীতে এসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২৮ নভেম্বর হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ট ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে বিষদ আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় প্রার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসককে জানানো হয় যে, অবাধ- সুষ্ট শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ যাতে হয় সেই লক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য। ঝুকিপূণ সেন্টার গুলোতে অতিরিক্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর টহল জোরদার রাখার জন্য। যাতে করে কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে কেন্দ্র দখলের চেষ্টা না করে তার জন্য আইনশৃংখলা বাহিনীকে সর্তক থাকার অনুরোধ জানানো হয়।

এসময় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, আমরা সদর উপজেলার ইউনিয়ন নির্বাচন যাতে অবাধ সুষ্ট এবং শান্তিপুর্ণভাবে হয় সেই লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি। কেউ যদি আচরণ বিধি লঙ্গনের চেষ্টা করেন তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঝুকিপূর্ণ সেন্টারের তালিকা তৈরী করা হচ্ছে। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা কিংবা বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করেন তাহেল আইনশৃংখলা বাহিনী কঠোরভাবে দমন করবে, এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবেনা। পুলিশ র‌্যাব এবং বিজিবি টহল অব্যাহত থাকবে, আমরা আমাদের উপর অর্পিত দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই, যাতে অবাধ সুষ্ট এবং শান্তিপুর্ণ একটি নির্বাচন হয়, এক্ষেত্রে তিনি সকল প্রার্থী এবং সুশীল সমাজের সহযোগীতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্Í কর্মকর্তা মাসুক আলী এবং ৪জন রির্টানিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।