জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার স্টেশনরোড এলাকায় সার, বীজ ও কীটনাশকের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এসময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রির অপরাধে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।

মঙ্গলবার ১৬ নভেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শায়েস্তাগঞ্জ উপজেলার স্টেশনরোড এলাকায় সার, বীজ ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করেন।

এসময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রয় করায় মেসার্স জননী ট্রেডার্সকে ৭ হাজার টাকা এবং মেসার্স জামাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

অভিযান পরিচালনায় সহযোগিতায় করেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।