জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আশরাফ জাহান কমপ্লেক্সে নকল কসমেটিকস বিক্রি অপরাধে জরিমানা

হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্স এর বিভিন্ন দোকানে নকল কসমেটিকস বিক্রি করার অপরাধে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর দুপুর ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্স এ অবস্থিত তিন প্রতিষ্ঠানকে জরিমানা করে।

ক্যাফে প্রিমিয়াম-কে আমদানিকারকের সীল বিহীন বিপুল পরিমাণ বিদেশী পণ্য বিক্রির অপরাধে জরিমানা করা হয়।

একই সময়ে মারিয়া কসমেটিকস ও দাস ব্রাদার্সকে নকল কসমেটিকস বিক্রি করার দায়ে জরিমানা করা হয়।

অভিযান শেষে উক্ত মার্কেটের সকল ব্যবসায়ীদের নকল পন্য বিক্রয় না করার বিষয়ে সচেতন করা হয়।

অভিযানের সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা হবিগঞ্জ ও হবিগঞ্জ জেলা পুলিশ এর একটি টিম।