রবিবার (২১শে নভেম্বর) দুপুরবেলা ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক গঠন সভা অনুষ্টিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার এর সভাপতিত্বে ও প্রকল্পের প্রোগ্রাম অফিসার নাজমূল হোসেন এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
শুরুতে প্রকল্পের কার্যক্রম ও পরিচিতি তুলে ধরেন প্রোগ্রাম অফিসার মোঃ নাজমূল হোসেন ও ডিভিশনাল এসিট্যান্ট ফ্যাসিলিটেটর সাইফুর রহমান চৌধুরী।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মজনুর রহমান, মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে।
প্রশ্নোত্তর পর্বে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সাধারন সম্পাদক আশীষ দাস গুপ্ত, অনলাইন প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান ইমরান, লাখাই রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, ডাঃ ছায়েদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, নেছার আহমেদ, ট্রান্স জেন্ডার সুরমা বেগম, সম্পদ রায় প্রমুখ।
সভায় লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন কে চেয়ারপার্সন, সুরমা বেগম ও আশীষ দাস গুপ্তকে ভাইস চেয়ারপার্সন এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী কে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।