জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

দীর্ঘ এক যুগ পর ২নং ইউপি ছাত্রদলের কমিটি গঠন

নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আওতাধীন ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রশিদুল ইসলাম ও সদস্য সচিব মাছুম আহমদ এর উপস্থিতিতে ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশের মাধ্যমে সর্ব-সম্মতিক্রমে বহু কাঙ্ক্ষিত এই কমিটি গঠন হল দীর্ঘ এক যুগ পর।

ইউনিয়ন পর্যায়ে বলিষ্ঠ নেতৃত্ব গড়ে তুলার লক্ষ্যে মাহিদুল ইসলাম সোহানকে সভাপতি ও গোলাম রহমান আজিমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি অনুমোদন হয়।

এতে ইউনিয়ন ছাত্রদল নেত্রীবৃন্দের মধ্যে ব্যাপক আনন্দ ও উল্লাস দেখা গেছে।

নব-নির্বচিত সভাপতি মাহিদুল ইসলাম সোহান বলেন, দেশ নেত্রী বেগম জিয়া’র মুক্তি ও গনতন্ত্র পূনরুদ্ধার আন্দোলনে আমরা সব সময় সক্রিয় ভুমিকা পালন করব ইনশাআল্লাহ। আমরা কেন্দ্রীয় ভাবে কঠোর আন্দোলনের নির্দেশের অপেক্ষায়।

সাঃ সম্পাদক গোলাম রহমান আজিম দেশ নেত্রীর মুক্তি দাবি করেন।

এতে উপস্থিত সবাই উক্ত কমিটির নেত্রীবৃন্দের প্রতি আস্থাও শুভ কামনা করেন।