জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন

“আপনার অধিকার আপনার দ্বায়িত্ব, দূর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্ধোগে মানব আলেচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির বিভিন্ন কর্মসুচী পালন করে জেলা প্রশাসন ও দূর্নীতি দমন কমিশন।

এসময় বক্তাগণ বলেন, নিজেকে আগে দূর্নীতিমুক্ত করতে হবে, নিজেকে যদি দূর্নীতিমুক্ত না করা যায় তাহলে সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। সীমাহীন চাহিদার কারণে মানুষ দূর্নীতি করে। প্রতিটি কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা না আসা পর্যন্ত দূর্নীতি বন্ধ হবেনা।

যেদিন পরিবার এবং সন্তানের সামনে সৎ সাহস নিয়ে সত্যি করে বলতে পারবেন নিজের আয়ের উৎস সেদিন মনে করবেন আপনি দূর্নীতিমুক্ত হওয়ার পথে। আমাদের সকলের মনে রাখা দরকার, কাপনের কাপড়ের কোন পকেট নাই, আপনার অর্জিত সম্পদ কোন কাজে আসবেনা।

হবিগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন

ইতিহাসে হাজারো প্রমাণ আছে নিজের অর্জিত সম্পদ হয়ত পরবর্তী প্রজন্ম ভোগ করবে নতুবা পিপড়া খাবে। তবে বর্তমানে দেশের অনেক সেক্টরে ইলেকট্রনিক সেবা চালু হওয়ার কারণে মধ্যসত্ত ভোগীর সংখ্যা কমেছে, আর এসবের কারণে পূর্বের তুলনায় কমে এসেছে দূর্নীতির করাল গ্রাস। তাই আসুন, ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবী গঠনে সহায়তা করি, দূর্নীতিকে না বলি।

দুূদকের উপপরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, জেলা রেজিস্ট্রার মিজানুর রহমান, দূ্র্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ মোঃ জমির আলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছেত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবীর ভুইয়া, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি প্রমুখ।

আলেচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা গণসচতনতামুলক ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।