জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে গর্ভকালীন ও প্রসুতি মায়েদের বিশেষ সেবা প্রদান

লাখাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভকালীন এবং প্রসুতি মায়েদেরকে বিশেষ সেবা প্রদান ক্যাম্পের আয়োজন করা হয়। সোমবার সকাল ৯টায় থেকে সীমান্তিক মামনি এমএনসিএস প্রকল্পের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ দ্বারা এএনসি কর্ণারে এ সেবা প্রদান করা হয়।

received 667208517983687

এসময় গর্ভবতী মায়েদের হিমোগ্লোবিন এবং ইউরিন পরীক্ষাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয় দিনব্যাপি। সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান ফিতা কেটে এ সেবা কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন।

received 431378581870826

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ আদনান, সেইভ দা চিলড্রেন এর ম্যানেজার ডিসট্রিক্ট ইমপ্লিমেন্টেশন রওশন আরা বেগম, সীমান্তিকের জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাস, উপজেলা কো-অর্ডিনেটর সৈয়দ সালিক আহমেদ, মিডওয়াইফ রিতা আক্তার, রোবিনা আক্তার, হামিদা বেগম, লাভলী আক্তার, কুলসুমা আক্তার প্রমুখ।

একদিনে প্রায় অর্ধশত মায়েদেরকে গর্ভকালীন এবং প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়।