দিলোয়ার হোসাইন: হবিগঞ্জের বানিয়াচংয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে টিকা প্রদান করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে বয়স্কদের পাশাপাশি কম বয়সীদের টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার জন্য শিক্ষার্থীদেরকে ও সরকারের পক্ষ থেকে এই টিকা সরবরাহ করা হচ্ছে।
১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল-কলেজের ৮শ শিক্ষার্থী কে টিকা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদেরকে জার্মানির বায়োএনটেক কোম্পানীর ফাইজার টিকা প্রদান করা হয়েছে।
২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ফজল উল্লা খান,সাংবাদিক তাপস হোম,নূরুল ইসলাম,সাজ্জাদুর শাহ সুমন,হৃদয় খান প্রমূখ।
বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কিশোর কিশোরীদের টিকা প্রদান কার্যক্রম নিয়মিতভাবে চলবে।