বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ইউএসএআইডি’র অর্থায়নে সীমান্তিক মা-মনি প্রকল্পের সহযোগিতায় গর্ভকালীন এবং প্রসব পরবর্তী বিশেষ সেবা প্রদানের আয়োজন করা হয়।
মঙ্গলবার ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে উপজেলা হাসপাতালের এএনসি কর্ণারে এই বিশেষ সেবা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার ফিতা কেটে উক্ত কর্মসুচীর উদ্ভোধন করেন। দিনব্যাপী ৪৬ জন মাকে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষাসহ গর্ভকালীন সেবা, ৯ জন মাকে প্রসোবত্তোর সেবা এবং ১১ জন মাকে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম আব্দুল হাদী, অত্র হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জি.এম ইশতিয়াক মাহমুদ, মেডিকেল অফিসার ডাঃ মার্জিয়া সুলতানা তাজিন, মামনি উপজেলা সমন্বয়কারী কিশোর মিশ্র, মিডওয়াইফ ফারজানা আক্তার শিবলি, সুজিনা বেগম কলি, মৌসুমী আক্তার এবং সিনিয়র স্টাফ নার্স তাজনাহার আক্তার প্রমুখ ।
সেবা গ্রহণকারী খোদেজা বেগম বলেন, আমি এখানে এসে সেবা এবং তাদের আন্তরিকতা পেয়ে খুবই খুশি, আমি গতকাল মাইকিং এর মাধ্যমে জেনে আজ সেবা নিতে এসেছি। আমি আশা রাখি, এরকম সেবা যেন সব সময় অব্যাহত থাকে।