প্রতি বছরের ন্যায় এবারো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরে পাঁচ শতাধিক হতদরিদ্র মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ৩১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় পৌর শহরে ঐতিহ্যবাহী দাউদনগর বাজারে সোনালী ব্যাংক এর প্রাঙ্গণে ৯৭-৯৯ ব্যাচের সিলেট চ্যাপ্টার এর পক্ষে শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সারোয়ার আলম শাকিল এর উদ্দ্যোগে পৌর এলাকার পাঁচ শতাধিক প্রতিবন্ধি, ভিক্ষুক, বিধাবা, বৃদ্ধ বয়সের নারী-পুরুষদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
এ শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা খুব আনন্দিত ও উৎসাহিত হয়েছে।
এদিকে শীতবস্ত্র বিতরণ সময় উপাস্থিত ছিলেন মেসার্স সারোয়ার আলম এর জেনারেল ম্যানেজার মোঃ সাদাত চকদার, মোঃ বাহাদুর মিয়া, মোঃ নোমান মিয়া, মোঃ আলী হোসেন, মোঃ রুবেল মিয়া।