জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মহাসড়কে সিএনজি ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২জন

ঢাকা-সুনামগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক সড়কের ইনাতগঞ্জের পার্শ্ববর্তী আলীগঞ্জ নামক স্থানে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (২ জানুয়ারী) সকাল ৭টার দিকে।

স্হানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, উল্লেখিত আঞ্চলিক মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পূর্ববাজার সংলগ্ন আলীগঞ্জ নামক স্থানে সংঘটিত দুর্ঘটনায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের ইয়াকুব মিয়ার পুত্র অটোরিকশা (সিএনজি) চালক শুভ মিয়া (২৫) ও যাত্রী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের ফয়জুল মিয়ার পুত্র আমির হোসেন (৫০) ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানাযায়, নবীগঞ্জের সৈয়দপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ যাওয়ার পথিমধ্যে আলীগঞ্জ বাজার এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ গাড়িতে থাকা যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং গাড়ি দু’টি আটক করে।

এদিকে, এ সড়ক দূঘটনার খবর পেয়ে নিহতদের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।