জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আগামী ১৮ই জানুয়ারি রিচি(ঈশান কোনা)পশ্চিম হাটির ওয়াজ মাহফিল

হবিগঞ্জ সদর উপজেলার আর্দশ রিচি গ্রামের(ঈশান কোনা)পশ্চিম হাটি তে সু-প্রতিষ্ঠিত,গাউছিয়া সুন্নীয়া যুব সংঘের উদ্যোগে ৬ষ্ট বার্ষিকি সুন্নি মহা-সম্মেলন,ওয়াজ ও মিলাদ মাহফিল যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হবে।

সভাপতিত্বে করিবেন,হাজ্বী মো:মুকসুদ আলী,সভাপতি-হাজ্বী ইনছান উল্লাহ শাহী জামে মসজিদ কমিটি।
সহ-সভাপতিত্ব করিবেন,বৈশিষ্ট্য মুরুব্বী মোঃরইছ আলী,প্রাক্তন সদস্য,আর্দশ ২নং রিচি ইউনিয়ন পরিষদ। সহ-সভাপতিত্ব করিবেন,উদ্দোক্তা/সম্পাদক,
মোহাম্মদ নায়েব হোসাইন,প্রতিষ্টাতা ও অধ্যক্ষ,নূর মডেল কেজি এন্ড হাই স্কুল,হবিগঞ্জ।

প্রধান অতিথি হিসেবে ওয়াজ করিবেন,মোফাচ্ছিরে কোরআন মুফতি পীর,মুহিবুর রহমান আশেকী-কুমিল্লা।বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করিবেন, মাওলানা ক্বারী আলমগীর রেজা তালুকদার বারী-চুনারুঘাট।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ করিবেন, মাওলানা হাঃক্বারী কাজ্বী মোঃকামাল উদ্দিন- হবিগঞ্জ, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করিবেন,মাওলানা ক্বারী শায়ের সাইফুল ইসলাম-বানিয়াচং এছাড়াও আরো বহুউলামায়ে কেরাম গণ থাকিয়া ওয়াজ করিবেন,প্রধান মেহমান হিসেবে থাকিবেন,মোঃমাহবুবুর রহমান আউয়াল, ভাইস চেয়ারম্যান- হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ।

মাহফিল পরিচালনায় থাকবেনঃমোঃআলাউদ্দিন(রানা)ও মোঃনাজমুল ইসলাম,রিচি। তথ্য সূত্রে জানা জায়,করোনাার সাস্হ্য বিধিমালা মেনে চলে।

ধর্মিয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সুন্দর ও সাবলীল ভাবে ওয়াজ অনুষ্ঠিত হবে।মহিলাদের বাড়ির ভিতরে সার্বিক পর্দার ও নিরাপত্তার ব্যবস্হা রয়েছে।

পরিশেষে দোয়ার মাধ্যমে তোবারক বিতরণ করা হবে।নাতে রাসুল(সাঃ)পরিবেশনায় তাকবেন,হাঃক্বারী মোঃতোফাজ্জুল ইসলাম(ত্বোহা) হবিগঞ্জ ও হাঃক্বারী মোঃসাইফুল ইসলাম হবিগঞ্জ।সার্বিক সহযোগিতায় রয়েছে।

রিচি(ঈশান কোনা)পশ্চিম হাটি পঞ্চায়েত কমিটি ও রিচি(ঈশান কোনা)পশ্চিম হাটি যুব সংঘ। ওয়াজ কমিটির সদস্য বৃন্দ গণের আংশিক হলো।মো;জাহির মিয়া,মোঃআলমগীর হোসেন, জলফু,এস,কে আকতার,আল-আমিন,মোঃকায়েছ মিয়া,জুনাইদ,
মোঃআব্দুল্লা আহমেদ (সুমন), বুরহান উদ্দিন শুভ,মোঃকবির আহমেদ , মোঃনূরুল আমীন,রুমান,মোশাঈদ,রকি,ময়নুল,আলামীন,সোহান,
জয়নাল,তানজিল,সিজিল,মিজান,সিয়াম,
প্রমূখ।

আশপাশের এলাকার সকল মানুষকে ওয়াজে অংশ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন পরিচালনা কমিটি