হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপুরে উপজেলার বাংলাবাজার ও আাউশকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় নবীগঞ্জের বাংলাবাজার এলাকার দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে নির্ধারিত পরিমাপের চেয়ে ছোট ইট উৎপাদনের কারনে। স্ট্যান্ডার্ড সাইজের চাইতে ছোট সাইজের ইট প্রস্তুতের কারনে গোল্ড ব্রিকসকে ৩০ হাজার টাকা ও মাস্টার ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে আউসকান্দি এলাকার শাকির রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করার কারনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় র্যাব-৯ শায়েস্তাগঞ্জ অভিযানে সহযোগীতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।