লাখাইর বুল্লা হাওর থেকে ষাটোর্ধ মহিলার মৃতদেহ উদ্বার করেছে লাখাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যার বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বিকালবেলা স্থানীয়রা বুল্লা ইউনিয়নের বলাকান্দি হাওরে রোপা আমনের জমিতে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে থানা পুলিশের বুল্লা ইউনিয়নের বীট অফিসার এস আই সোহাগ ফকির এর নেতৃত্বে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত মহিলা উপজেলার কাসিমপুর গ্রামের সাজু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৭২)।
পুলিশ সূত্রে আরো জানা যায় আফরোজা বেগম মানসিক ভারসাম্যহীন ছিল এবং বিগত দিন তিনেক পূর্বে সে বাড়ী থেকে চলে যায়। পরিবারের লোকজন মাইকিং সহ বিভিন্নভাবে খুঁজাখুজি করেও তার সন্ধাান পায়নি। এব্যপারে এসআই সোহাগ ফকির জানান এলাকার স্থানীয় মেম্বার এর মাধ্যমে সংবাদ পেয়ে হাওর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তার পরিবারের দাবী মহিলা মানসিক ভারসাম্যহীন ও কয়েকদিন পূর্বে সে বাড়ী থেকে চলে গিয়েছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান।