দিলোয়ার হোসাইন
বানিয়াচং উপজেলার দুটি ইউনিয়নের দুটি সাধারণ ওয়ার্ডের উপনির্বাচন আগামী ৭ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সাধারণ ওয়ার্ড দুটি হচ্চে ১৩ নম্বর মন্দরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ও ১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড।
ওয়ার্ড দুটিতে প্রধান প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সমসংখ্যক ভোট পাওয়ায় ওই দুটি ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট রিটার্নিং অফিস থেকে পুনঃভোট গ্রহণের জন্য সময়সূচী জানিয়ে এ ব্যাপারে এক গণবিজ্ঞপ্তি
জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়,নির্বাচন কমিশন সচিবালয় এর সিদ্ধান্ত অনুযায়ী ভোট গ্রহণের জন্য উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।