মাধবপুর উপজেলার চৌমুহনী উত্তর বাজার ডাক্তার গোলাম রহমান মার্কেটে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে শনিবার (২৯ জানুয়ারি) সকালে ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এসময় ব্যাংক ম্যানেজার মোঃ উজ্জ্বল অভির সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ মোশারফ হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান মোঃ আপন মিয়া, এহতেশাম উল বার চৌধুরী লিপু, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিঞা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ফরিদুর রহমান ফরিদ, মোঃ সায়েদুল রহমান, ডাঃ মোঃ লাল মিয়া, শিক্ষক ইসকান্দার মির্জা ফারুক, মোঃ মাইনুল ইসলাম জুয়েল, মহিলা মেম্বার মোছাঃ সাবিনা ইয়াসমিন রত্না, মোঃ আব্দুর রুফ মেম্বার, মোঃ আক্তার হোসেন মেম্বার প্রমুখ।
পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।