জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

প্রশাসনের হস্তক্ষেপে হযরত তাজ উদ্দিন কোরাইশীর উরস মাহফিল পন্ডু

শাহরিয়ার আহমেদ শাওন

নবীগঞ্জ উপজেলার ৯ নং বাউসা ইউনিয়নের বিলপার গ্রামে প্রতি বছরেই মাঘ মাসের শেষ বৃহস্পতিবার হযরত তাজ উদ্দিন কুরাইশীর উরস শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে।

গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুই দিন ব্যপি উরস শরীপের আয়োজন করে মাজার কমেটি। এতে বিভিন্ন জায়গা হতে লোকসমাগম হতে শুরু করে।

বিভিন্ন রখমের অস্থায়ী দোকান পাট প্রসরা সাজিয়ে মেলার জনসমাগম তৈরী হয়।এসময় প্রসাশন মেলা বসার খবর পেলে একদল পুলিশ এসে মেলার সকল দোকান পাঠ উচ্ছেদ করে দেয়।এসময় মেলায় আসা মানুষদের চত্রভঙ্গ করে দেওয়া হয়।

সরকারী নিষেধাজ্ঞা সত্বেও এমন আয়োজনে ক্ষোভত সচেতন মহল।