হৃদয় এস এম শাহ্-আলম: হবিগঞ্জের মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকালে মাধবপুর মাছ বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন ক্যারেট পচা চিংড়ি মাছের ঢালা উদ্ধার করা হয়েছে।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার সূত্রে জানা যায়, সকালে এই অভিযান পরিচালনা করা হয়েছে এতে তিন ক্যারেট পচা চিংড়ি মাছ উদ্ধার করা হয়,মাছ গুলো দেখে বুঝা যায় যে ১০ থেকে ১২ দিন হয়েছে। তিনি আরো জানান, এই মাছ গুলো শহরে বিভিন্ন হোটেল এ মাছের বড়া তৈরি করার জন্য ডেলিভারি দেওয়া হয়। এ মাছের তৈরি বড়া খাদ্য হিসেবে গ্রহণ করা হলে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতি কর হয়ে দাঁড়াবে। মাছ উদ্ধারের সময় বিক্রয়তা অভিযানের অবস্থা টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃত পঁচা চিংড়ি মাছ পৌর শহরের নদীতে পেলে দেওয়া হয়।
এসময় অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুর হক সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।