লাখাইয়ে থানা পুুলিশ অভিযান চালিয়ে একটি ডাকাতির প্রস্তুতির মামলার সন্দিগ্ধ আসামী হিসাবে উপজেলার পূর্ববুল্লা গ্রামের আলোচিত ডাকাত আলজার মিয়া(৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় থানা পুলিশের উপ পরিদর্শক( এস আই) আবুল বাশার এর নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার(২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ডাকাত আলজার মিয়াকে তার পূর্ববুল্লা গ্রামস্থ বাড়ী থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাত আলজার মিয়াকে ২১ এপ্রিল/২০২১ এ গভীর রাতে উপজেলার গুনিপুর গ্রামে ডাকাতির প্রস্ততির ঘটনায় লাখাই থানার মামলা নং ৬(৪)/২১ ইং দঃ বিঃ ৩৯১/৪০২ ধারার মামলার সন্ধিগ্ধ আসামী হিসাবে গ্রেফতার করে সংসলিস্ট আদালতে প্রেরন করে।অভিযানে সংগে ছিলেন এস,আই সোহাগ ফকির,এস,আই জ্যোতিষ তালুকদার ও সঙ্গীয় পুুলিশ।
এব্যপারে এস আই আবুল বাশার এর সাথে আলাপকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামী আলজার মিয়াকে আদালতে প্রেরন করা হয়েছে।