শাহরিয়ার আহমেদ শাওন॥ হবিগঞ্জের নবীগঞ্জে মাকে প্রহার করায় এক পুত্রকে ১৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
জানা যায় গতকাল (১৩ মার্চ) রবিবার নবীগন্জ উপজেলার ৮ নং সদর ইউনিয়নের দত্তগ্রামের মাফু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (১৯) নেশার টাকার জন্য প্রায় সময়ই মাকে শারিরীক ও মানসিক নির্যাতন করত। এলাকার মানুষ ছেলেকে ভাল করে বুঝানোর পরও বিভিন্ন সময় তার মাকে লানচিত অপমান করতে থাকে ।
এক পর্যায়ে তার মা মাফু মিয়ার স্ত্রী অতিষ্ঠ হয়ে নবীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন । এরেই প্রেক্ষিতে গতকাল ইউ এনও ঘটনা স্থলে গিয়ে ছেলে জাহাঙ্গীর মিয়াকে কে আটক করেন পরে এলাকাবাসী ও তার জবান বন্দী নিয়ে দুষি প্রমানিত হওয়ায় মোবাইল কোর্টের অপরাধ দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারায় তাকে ১৪ মাসের কারাদন্ড প্রদান করেন নবীগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।