জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে মাকে প্রহার করায় ছেলের ১৪ মাসের জেল

শাহরিয়ার আহমেদ শাওন॥ হবিগঞ্জের নবীগঞ্জে মাকে প্রহার করায় এক পুত্রকে ১৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

জানা যায় গতকাল (১৩ মার্চ) রবিবার নবীগন্জ উপজেলার ৮ নং সদর ইউনিয়নের দত্তগ্রামের মাফু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (১৯) নেশার টাকার জন্য প্রায় সময়ই মাকে শারিরীক ও মানসিক নির্যাতন করত। এলাকার মানুষ ছেলেকে ভাল করে বুঝানোর পরও বিভিন্ন সময় তার মাকে লানচিত অপমান করতে থাকে ।

এক পর্যায়ে তার মা মাফু মিয়ার স্ত্রী অতিষ্ঠ হয়ে নবীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন । এরেই প্রেক্ষিতে গতকাল ইউ এনও ঘটনা স্থলে গিয়ে ছেলে জাহাঙ্গীর মিয়াকে কে আটক করেন পরে এলাকাবাসী ও তার জবান বন্দী নিয়ে দুষি প্রমানিত হওয়ায় মোবাইল কোর্টের অপরাধ দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারায় তাকে ১৪ মাসের কারাদন্ড প্রদান করেন নবীগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।