লাখাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুজিব জন্মশত বার্ষিকী ও শিশু দিবস ২০২২ইং উপলক্ষে নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এক উপজেলা হেলিপ্যাড মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনে সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মোঃ আফজালুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভেকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম বিশেষ অতিথি হিসাবে রাখেন লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা আবু হেনা মোস্তফা জামান, বীর মুক্তি যোদ্ধা কেশব চন্দ্র রায়, শাহ রেজাউদ্দীন দুলদুল, মাস্টার আব্দুল মতিন, এডভোকেট আলী নোয়াজ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং সাংবাদিক বৃন্দ প্রমুখ।
আলোচনা শেষে জন্মশত বার্ষিকীর কেক কাটা হয়। এবং পরে বীর মুক্তি যোদ্ধাদের কে নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। পরে জন্মশত বাষিকী উপলক্ষে ৭ দিন ব্যাপী প্রদর্শনি মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সুবর্নজয়ন্তী জন্মবার্ষিকী উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসনের ২২ টি স্টলে স্হান পায়। অনুষ্টান শুরুতে কোরআন তিলাওয়াত করেন বীর মুক্তি যোদ্ধা নুরুল ইসলাম এবং গীতা পাঠ করেন গৌতম চন্দ্র রায়।