তরুণ সমাজকে মাদকসহ নানা ধরণের নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে রাখতে তাঁদেরকে স্কাউটে উদ্বুদ্ধ করার আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার উদ্যোগে উপদল নেতা কোর্স ও পিএস প্রস্তুতি ক্যাম্পের মহা তাঁবু জলসার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
এ সময় স্কাউটের উন্নয়নে বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন এমপি আবু জাহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা স্কাউটসের কমিশনার কাজী কামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির ও অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তা আব্দুল মোছাব্বির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শাহজাহান কবির ও সঞ্চালনায় ছিলেন প্রমথ সরকার।