সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানের প্রচেষ্টায় দালালদের খপ্পরে পরে লিবিয়ায় জেল খাটা হবিগঞ্জের ১১ যুবক দেশে ফিরেছেন৷ ১ বছর পূর্বে দালালদের খপ্পরে পরে স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার জন্য অবৈধভাবে লিবিয়ায় যায় হবিগঞ্জের ১১ যুবক৷
লিবিয়ায় পৌছানোর পরপরই দালাল তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে লিবিয়ার পুলিশে ধরিয়ে দেয়৷
প্রায় ১ বছর জেল খাটার পর সম্প্রতি তাদের পরিবাররা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি আব্দুল মজিদ খানের স্মরণাপন্ন হলে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়ায় হবিগঞ্জের ওই ১১ জন সহ ২৭০ বাংলাদেশী যুবক লিবিয়ার জেল থেকে মুক্ত হয়ে দেশে ফিরত আসে৷
গত শুক্রবার ওই ১১ যুবক এমপি আব্দুল মজিদ খানের সাথে সাক্ষাৎ করেন৷ এসময় তারা তাদেরকে সুস্থভাবে দেশে ফিরত আনায় এমপি আব্দুল মজিদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷
একইসাথে তারা তাদেরকে সর্বশান্ত করা প্রতারক দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য এমপি আব্দুল মজিদ খানের কাছে দাবি জানান। এমপি মজিদ খান তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন৷
দেশে ফিরত আসা যুবকরা হলো শহরের নাতিরাবাদ এলাকার আলাউদ্দিন মিয়া, উত্তর সাঙ্গর গ্রামের তোফায়েল মিয়া, নতুন পাতারিয়া গ্রামের গিয়াস উদ্দিন, ধুলিয়াখাল এলাকার বায়োজিদ আহমেদ, পাইকপাড়ার বাছিত রানা, হিয়ালা গ্রামের ফরহাদ আহমেদ, আশিকুর রহমান, বহুলা গ্রামের আমিরুল মিয়া, মক্রমপুর গ্রামের আব্দুল আজিম, আবেদ আলী ও মোঃ আনিছ মিয়া।