জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে অজ্ঞাত নারীর মৃত্যু, পিবিআই’র প্রচেষ্টায় পরিচয় সনাক্ত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনায় আহত অজ্ঞাত নারীর হাসপাতালে মৃত্যু হয়েছে।গতকাল রোববার বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়ন জিন্নতপুর গ্রামের পাশে অজ্ঞাত নামা গাড়ীর ধাক্কায় তিনি আহত হন। অনুমান ৪০ বছর বয়সের সেই মহিলাকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ অজ্ঞান অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।

পিবিআই,হবিগঞ্জ এ কর্মরত এস আই (নিঃ) আব্দুল আহাদ এর নেতৃত্বে একটি ক্রাইমসিন টিম হবিগঞ্জ সদর হাসপাতালে পৌছে অজ্ঞাতনামা মহিলার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহপূর্বক পরিচয় শনাক্ত করেন।

সিবিআই সুত্রে জানা যায়, মৃত নারীর নাম সবিতা রানী, পিতা- অনিল চন্দ্র,স্থায়ী ঠিকানা-মৈছাইল, চান্দিনা থানা, কুমিল্লা। বর্তমান ঠিকানা-পূর্ব গোড়ান, ৮নং, খিলগাঁও, ২নং ওয়ার্ড, ঢাকা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহাম্মদ জানান, সোমবার সকালে নিহতের ছেলে তার লাশ গ্রহণ করেন।