জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

৩ সন্তান প্রসবের পর বানিয়াচংয়ের শিক্ষিকের মৃত্যু

বানিয়াচংয়ে ৩ বাচ্চা প্রসবের পর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকের মৃত্যু হয়েছে। মৃত শিক্ষিকের নাম পলি রাণী দেব (৩০)।

পলি রাণী দেব বানিয়াচং উপজেলার যাতাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দক্ষিণ যাত্রাপাশা গ্রামের দীপক দেবের স্ত্রী।

রবিবার (৫জুন) ভোর ৫ টায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন পলি রাণী দেব।

মৃত্যুর পূর্বে ওই শিক্ষিক সিলেট মা ও শিশু হাসপাতালে ৩ জন মেয়ে সন্তান প্রসব করেন। জন্মের পরপরই একজন মারা যায়। ২ জনকে সিলেট মা ও শিশু হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। পলি রাণী দেবের লিনা রশ্মি দেব নামে ৭ বছরের আরও এক কন্যা সন্তান রয়েছে।

৩দিন আগে সিলেটের মা শিশু হাসপাতালে সিজার হওয়ার পর অবস্থার অবনতি ঘটলে রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পলি রাণী দেবকে রেফার্ড করা হয়েছিল।

শিক্ষিক পলি রাণী দেবের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কিডনি ও জন্ডিসের সমস্যায় ভূগছিলেন। এ দিকে পলি রাণী দেবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষিকের নিথর দেহ দেখে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা চোখের অশ্রু ফেলেছেন।